সমাজসেবার জন্য ক্রিস্টাল ওপেন স্কাউটস এর তিন সদস্যের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন
স্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালন আর সর্বদা অপরের সাহায্য করায় ব্রত স্কাউটদের যেন নেই কোন ক্লান্তি, নেই কোন অনাগ্রহ। অনাকাঙ্ক্ষিত যেকোন দূর্যোগের সময় ত্রান সংগ্রহ করে তা সুষ্ঠুভাবে বিতরণ, শীতবস্ত্র সংগ্রহ করে তা অসহায়সমা শীতার্থদের মাঝে বন্টণ, বিশেষ বিশেষ দিবসে ও ধর্মীয় উৎসবে অসহায় দুস্থ ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাবার বিতরণ সহ আত্ম-মানবতার সেবায় অনন্য অবদান রাখায় অর্থাৎ স্থানীয় ও জাতীয় দূর্যোগে এবং জাতীয় সেবা সহ আত্মমানবতার সেবায় আত্মনিবেদিত হয়ে কাজ করার স্বীকৃতীর (সম্মাননা) স্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবারই প্রদান করে থাকে ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’।
গত ৫ই ডিসেম্বর, ২০২০ তারিখ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের নির্বাহী কমিটির ৪৯ তম সাধারন সভা আয়োজিত হয়। যার নিয়মিত কার্যক্রম হিসেবে বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য মনোনীতদের নামের তালিকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট জনাব আবদুল হামিদ বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের প্রথিতযশা রোভার দল ক্রিস্টাল ওপেন স্কাউটস এর দুইজন রোভার এবং একজন গার্ল-ইন-রোভারিং সদস্য এবছর এই সম্মাননা অর্জন করেন। নিরলস ও নিস্বার্থ ভাবে কাজ করে যাওয়া ক্রিস্টাল ওপেন স্কাউটস পরিবারের সদস্যরা হচ্ছেন গার্ল-ইন-রোভারিং কাজী তাহসিনা ফারাহ, রোভার শাহাদাত হোসেন এবং রোভার কিশোর কুমার।

ঢাকার সদূরে অবস্থিত লালমনিরহাট জেলার মোঘলহাট উপজেলার “স্কাউটের চর” নামে পরিচিত সুবিধা বঞ্চিত তিনটি চরের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে ক্রিস্টাল ওপেন স্কাউটস কাজ করে আসছে সেই ২০০৯ সাল থেকে। যার ধারাবাহিকতায় এই তিনজন প্রাণবন্ত সদস্য সক্রিয় ভাবে অংশ নেন “স্কাউটের চরে” শীত বস্ত্র বিতরণ, চরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ, সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও অন্যান্য স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম, ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে চরে নিয়মিত পাঠদান করা সহ আরও অন্যান্য কার্যক্রমে।
ক্রিস্টাল ওপেন স্কাউটস সদস্যের অসামান্য এই অর্জনে অ্যাওয়ার্ড অর্জনকারীদের বিভিন্ন মাধ্যেমে অভিনন্দন জানিয়েছে ক্রিস্টাল ওপেন স্কাউটস এর সম্মানিত গ্রুপ কমিটি সদস্যবৃন্দ, রোভার ক্রু কাউন্সিল, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সহ আরও অন্যান্য শুভাকাঙ্ক্ষী। এই আনন্দে ক্রিস্টাল ওপেন স্কাউটস পরিবারের প্রতিটি সদস্যই উদ্ভাসিত।
– এস এম সাকিব খান, ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপ।
পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ – ২০২১
দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার এসে থামলেন ক্রিস্টাল ওপেন স্কাউটস্ -এর দুইজন রোভার।
রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য এই পথ অতিক্রম করেন তারা।
পরিভ্রমণকারীরা হলেন – কিশোর কুমার (দলনেতা) ও ওয়াজাহাত উল্ল্যাহ আদদ্বীন (সদস্য)।
কিশোর কুমার বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা ৮ জানুয়ারী, ২০২১ তারিখ তাদের পদযাত্রা শুরু করেন ।পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করে। এই সময় সমাজ সচেতনতামূলক ২ টি স্লোগান তারা বহন করেছে
- মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই।
- স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি।
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় এবং ১২ ই জানুয়ারী, ২০২১ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎকারের মধ্য দিয়ে এ পদযাত্রা শেষ হয়।
– কিশোর কুমার, সিনিয়র রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস