সমাজসেবার জন্য ক্রিস্টাল ওপেন স্কাউটস এর তিন সদস্যের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন
স্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালন আর সর্বদা অপরের সাহায্য করায় ব্রত স্কাউটদের যেন নেই কোন ক্লান্তি, নেই কোন অনাগ্রহ। অনাকাঙ্ক্ষিত যেকোন দূর্যোগের সময় ত্রান সংগ্রহ করে তা সুষ্ঠুভাবে বিতরণ, শীতবস্ত্র সংগ্রহ করে তা অসহায়সমা শীতার্থদের মাঝে বন্টণ, বিশেষ বিশেষ দিবসে ও ধর্মীয় উৎসবে অসহায় দুস্থ ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাবার বিতরণ সহ আত্ম-মানবতার সেবায় অনন্য অবদান রাখায় অর্থাৎ স্থানীয় ও জাতীয় দূর্যোগে এবং জাতীয় সেবা সহ আত্মমানবতার সেবায় আত্মনিবেদিত হয়ে কাজ করার স্বীকৃতীর (সম্মাননা) স্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবারই প্রদান করে থাকে ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’।
গত ৫ই ডিসেম্বর, ২০২০ তারিখ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের নির্বাহী কমিটির ৪৯ তম সাধারন সভা আয়োজিত হয়। যার নিয়মিত কার্যক্রম হিসেবে বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য মনোনীতদের নামের তালিকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট জনাব আবদুল হামিদ বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের প্রথিতযশা রোভার দল ক্রিস্টাল ওপেন স্কাউটস এর দুইজন রোভার এবং একজন গার্ল-ইন-রোভারিং সদস্য এবছর এই সম্মাননা অর্জন করেন। নিরলস ও নিস্বার্থ ভাবে কাজ করে যাওয়া ক্রিস্টাল ওপেন স্কাউটস পরিবারের সদস্যরা হচ্ছেন গার্ল-ইন-রোভারিং কাজী তাহসিনা ফারাহ, রোভার শাহাদাত হোসেন এবং রোভার কিশোর কুমার।

ঢাকার সদূরে অবস্থিত লালমনিরহাট জেলার মোঘলহাট উপজেলার “স্কাউটের চর” নামে পরিচিত সুবিধা বঞ্চিত তিনটি চরের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে ক্রিস্টাল ওপেন স্কাউটস কাজ করে আসছে সেই ২০০৯ সাল থেকে। যার ধারাবাহিকতায় এই তিনজন প্রাণবন্ত সদস্য সক্রিয় ভাবে অংশ নেন “স্কাউটের চরে” শীত বস্ত্র বিতরণ, চরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ, সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও অন্যান্য স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম, ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে চরে নিয়মিত পাঠদান করা সহ আরও অন্যান্য কার্যক্রমে।
ক্রিস্টাল ওপেন স্কাউটস সদস্যের অসামান্য এই অর্জনে অ্যাওয়ার্ড অর্জনকারীদের বিভিন্ন মাধ্যেমে অভিনন্দন জানিয়েছে ক্রিস্টাল ওপেন স্কাউটস এর সম্মানিত গ্রুপ কমিটি সদস্যবৃন্দ, রোভার ক্রু কাউন্সিল, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সহ আরও অন্যান্য শুভাকাঙ্ক্ষী। এই আনন্দে ক্রিস্টাল ওপেন স্কাউটস পরিবারের প্রতিটি সদস্যই উদ্ভাসিত।
Related topic: Herbal Viagra Alternatives: Natural Solutions for Men’s Vitality
– এস এম সাকিব খান, ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপ।
মালিকবিহীন প্রাণী ও পোষাপ্রাণী’র যত্ন নেওয়া বিষয়ক কর্মশালা: নিউ প’-সিবিলিটিস
“স্কাউট জীবের প্রতি সদয়।” স্কাউট আন্দোলনের ৪র্থ আইনকে সামনে রেখে ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপ-এর পরিচালনায় গত ১১ মে, ২০২১ তারিখে অনুষ্ঠিত হলো “মালিকবিহীন প্রাণী ও পোষাপ্রাণী’র যত্ন নেওয়া বিষয়ক কর্মশালা: নিউ প’-সিবিলিটিস”।
বিশ্ব ব্যাপী চলমান করোনা মহামারীতে বর্তমানে আমরা দ্বিতীয়বারের মত বাসায় অবস্থান করছি। সমাজে বসবাসের ফলে মানুষে-মানুষে যেমন স্নেহ-প্রীতির সম্পর্ক গড়ে ওঠে, তেমনি অন্য জীবের সঙ্গেও মানুষের মমত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে। হৃদয়ের সেই মমত্ববোধ থেকেই মানুষ আদিম কাল থেকেই বিভিন্ন গৃহপালিত জীব, প্রাণী-পাখি ইত্যাদি পুষে থাকে। প্রতিটি মানুষের প্রতি আমাদের যেমন দায়িত্ব রয়েছে একই সাথে আমাদের আশেপাশের মালিকবিহীন প্রাণী ও পোষাপ্রাণীদের প্রতি রয়েছে বিশেষ দায়িত্ব। এসব প্রাণীদের যত্ন, খাদ্যাভাস, ভেক্সিনেশন, চিকিৎসা ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে উক্ত কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, প্রতিষ্ঠাতা, ক্রিস্টাল ওপেন স্কাউটস এবং জাতীয় কমিশনার, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড গ্রোথ, বাংলাদেশ স্কাউটস। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. নিশাত তানজিন অরা এবং ওয়াহিদ বিপ্লব।

উক্ত কর্মশালায় দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, এডাল্ট লিডার সহ নন-স্কাউট ব্যক্তিত্ব। সুন্দর পৃথিবী গড়তে প্রতিটি প্রাণীর ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ। কর্মশালার প্রধান অতিথি এ বিষয়ে বলেন, “পোষা প্রাণীদের সাথে আমাদের সম্পর্ক একই পরিবারের ন্যায়। মানুষের সাথে প্রাণীদের সম্পর্ক অপরিসীম। তাই আমাদের প্রয়োজন, তাদের সঠিক খাদ্যাভাস ও অসুস্থতা সম্পর্কে সচেতন হওয়া এবং যত্ন নেওয়া।” অতিথি বক্তা ডা. নিশাত তানজিন অরা এবং ওয়াহিদ বিপ্লব মালিকবিহীন ও পোষাপ্রাণী’র যত্ন নিতে প্রয়োজনীয় পরামর্শ, সতর্কতা, প্রচলিত বিভ্রান্তি এবং বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা তাদের গৃহপালিত পোষা প্রাণীদের পরিচয় একে অন্যের কাছে তুলে ধরেন। অংশগ্রহণকারীদের মতামত সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, “এ ধরনের কর্মশালা আমাদের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের অনুরোধ থাকবে। প্রতিটি প্রাণীর বেচেঁ থাকার জন্য আমরা যতটুকু গুরুত্বপূর্ণ একইভাবে আমাদের বেচেঁ থাকার উপর প্রাণীদের গুরুত্বও অনুরূপ।”
প্রতিটি ধর্মেই প্রাণী সংরক্ষণকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রাণী সুরক্ষায় বিশ্বের সব নাগরিককে সোচ্চার আর সচেতন হতে হবে। নতুন প্রজন্মকে প্রাণী ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ পৃথিবী হবে নিরাপদ। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল বলেছেন, “প্রতিটি স্কাউট হলো প্রাণীর সেরা বন্ধু।” ভবিষ্যতে এমন কার্যক্রম আবারও নিয়ে আসার জন্য ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপ আশা রাখছে।
– শাহাদাত হোসেন রাহাত, সহকারী রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস
সূত্র : ত্রৈমাসিক ঢাকা জেলা রোভার পত্রিকা। বর্ষ – ২১, সংখ্যা – ০২ রেজিঃ নং – ২০০১-৬৮
অন্যরকম অনুভূতি…
সেদিন বৃষ্টি হচ্ছিল। বিজয় সারনি সিগনাল এ রাস্তা পারাপারের জন্য দাড়িয়ে ছিলাম। পরনে ছিল স্কাউট ইউনিফর্ম। হঠাৎ কেউ একজন আমার মাথার উপর ছাতাটা ধরলো। দেখলাম উনি আমার বাবার বয়সী। এখন ছাতার নিচে আমি আর উনি। সালাম দিয়ে বললাম “আঙ্কেল আমার দরকার নেই আপনি ভিজে যাচ্ছেন। আঙ্কেল বললেন কোনো সমস্যা নেই বাবা, তোমরা যেভাবে কষ্ট করে দিন রাত ট্রাফিক পুলিশদের সহায়তা করছো এইটা তো তোমাদের প্রাপ্য।”
কিছু কিছু মুহুর্ত আসলেই ভুলবার মতো না। সেই রকমই একটা মুহুর্ত হলো গত ১২-০৮-১৮ তারিখ। সেইদিন ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদানের জন্য রোভার স্কাউট হিসাবে আমিও ছিলাম। এই প্রাপ্তি আমার একার না! এই প্রাপ্তি সারা বাংলাদেশের রোভার স্কাউটদের। এই প্রাপ্তি যারা ট্রাফিক সপ্তাহ পালনের লক্ষ্যে ট্রাফিক পুলিশদের পাশাপাশি সহায়তাদানকারী সকল রোভার স্কাউট তাদের।
যেইসব প্রাপ্তিগুলো থাকবে চিরকাল রোভার স্কাউটদের সাথে। যাদের কারনে আমি এই সুন্দর মুহুর্তের সাক্ষী হতে পেরেছি তাদের ধন্যবাদ না দিলে ছোট করা হবে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্রিস্টাল ওপেন স্কাউটস এবং বাংলাদেশ স্কাউটস।
(বিঃদ্রঃ রাস্তা পারাপারের পর আঙ্কেলকে সালাম আর ধন্যবাদ দিতে ভুল করিনি)
#RoadSafety_BdScouts
– ইমরান তুষার, প্রাক্তন সিনিওর রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস
You’ll be interested: Herbal Viagra Alternatives: Natural Solutions for Men’s Vitality
সূত্র: বাংলাদেশ স্কাউটস এর ইনবক্স (ডিজিটাল আপডেট) আগস্ট, ২০১৮