অন্যরকম অনুভূতি…
সেদিন বৃষ্টি হচ্ছিল। বিজয় সারনি সিগনাল এ রাস্তা পারাপারের জন্য দাড়িয়ে ছিলাম। পরনে ছিল স্কাউট ইউনিফর্ম। হঠাৎ কেউ একজন আমার মাথার উপর ছাতাটা ধরলো। দেখলাম উনি আমার বাবার বয়সী। এখন ছাতার নিচে আমি আর উনি। সালাম দিয়ে বললাম “আঙ্কেল আমার দরকার নেই আপনি ভিজে যাচ্ছেন। আঙ্কেল বললেন কোনো সমস্যা নেই বাবা, তোমরা যেভাবে কষ্ট করে দিন রাত ট্রাফিক পুলিশদের সহায়তা করছো এইটা তো তোমাদের প্রাপ্য।”
কিছু কিছু মুহুর্ত আসলেই ভুলবার মতো না। সেই রকমই একটা মুহুর্ত হলো গত ১২-০৮-১৮ তারিখ। সেইদিন ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদানের জন্য রোভার স্কাউট হিসাবে আমিও ছিলাম। এই প্রাপ্তি আমার একার না! এই প্রাপ্তি সারা বাংলাদেশের রোভার স্কাউটদের। এই প্রাপ্তি যারা ট্রাফিক সপ্তাহ পালনের লক্ষ্যে ট্রাফিক পুলিশদের পাশাপাশি সহায়তাদানকারী সকল রোভার স্কাউট তাদের।
যেইসব প্রাপ্তিগুলো থাকবে চিরকাল রোভার স্কাউটদের সাথে। যাদের কারনে আমি এই সুন্দর মুহুর্তের সাক্ষী হতে পেরেছি তাদের ধন্যবাদ না দিলে ছোট করা হবে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্রিস্টাল ওপেন স্কাউটস এবং বাংলাদেশ স্কাউটস।
(বিঃদ্রঃ রাস্তা পারাপারের পর আঙ্কেলকে সালাম আর ধন্যবাদ দিতে ভুল করিনি)
#RoadSafety_BdScouts
– ইমরান তুষার, প্রাক্তন সিনিওর রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস
সূত্র: বাংলাদেশ স্কাউটস এর ইনবক্স (ডিজিটাল আপডেট) আগস্ট, ২০১৮