সমাজসেবার জন্য ক্রিস্টাল ওপেন স্কাউটস এর তিন সদস্যের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন
স্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালন আর সর্বদা অপরের সাহায্য করায় ব্রত স্কাউটদের যেন নেই কোন ক্লান্তি, নেই কোন অনাগ্রহ। অনাকাঙ্ক্ষিত যেকোন দূর্যোগের সময় ত্রান সংগ্রহ করে তা সুষ্ঠুভাবে বিতরণ, শীতবস্ত্র সংগ্রহ করে তা অসহায়সমা শীতার্থদের মাঝে বন্টণ, বিশেষ বিশেষ দিবসে ও ধর্মীয় উৎসবে অসহায় দুস্থ ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাবার বিতরণ সহ আত্ম-মানবতার সেবায় অনন্য অবদান রাখায় অর্থাৎ স্থানীয় ও জাতীয় দূর্যোগে এবং জাতীয় সেবা সহ আত্মমানবতার সেবায় আত্মনিবেদিত হয়ে কাজ করার স্বীকৃতীর (সম্মাননা) স্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবারই প্রদান করে থাকে ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’।
গত ৫ই ডিসেম্বর, ২০২০ তারিখ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের নির্বাহী কমিটির ৪৯ তম সাধারন সভা আয়োজিত হয়। যার নিয়মিত কার্যক্রম হিসেবে বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য মনোনীতদের নামের তালিকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট জনাব আবদুল হামিদ বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের প্রথিতযশা রোভার দল ক্রিস্টাল ওপেন স্কাউটস এর দুইজন রোভার এবং একজন গার্ল-ইন-রোভারিং সদস্য এবছর এই সম্মাননা অর্জন করেন। নিরলস ও নিস্বার্থ ভাবে কাজ করে যাওয়া ক্রিস্টাল ওপেন স্কাউটস পরিবারের সদস্যরা হচ্ছেন গার্ল-ইন-রোভারিং কাজী তাহসিনা ফারাহ, রোভার শাহাদাত হোসেন এবং রোভার কিশোর কুমার।

ঢাকার সদূরে অবস্থিত লালমনিরহাট জেলার মোঘলহাট উপজেলার “স্কাউটের চর” নামে পরিচিত সুবিধা বঞ্চিত তিনটি চরের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে ক্রিস্টাল ওপেন স্কাউটস কাজ করে আসছে সেই ২০০৯ সাল থেকে। যার ধারাবাহিকতায় এই তিনজন প্রাণবন্ত সদস্য সক্রিয় ভাবে অংশ নেন “স্কাউটের চরে” শীত বস্ত্র বিতরণ, চরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ, সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও অন্যান্য স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম, ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে চরে নিয়মিত পাঠদান করা সহ আরও অন্যান্য কার্যক্রমে।
ক্রিস্টাল ওপেন স্কাউটস সদস্যের অসামান্য এই অর্জনে অ্যাওয়ার্ড অর্জনকারীদের বিভিন্ন মাধ্যেমে অভিনন্দন জানিয়েছে ক্রিস্টাল ওপেন স্কাউটস এর সম্মানিত গ্রুপ কমিটি সদস্যবৃন্দ, রোভার ক্রু কাউন্সিল, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সহ আরও অন্যান্য শুভাকাঙ্ক্ষী। এই আনন্দে ক্রিস্টাল ওপেন স্কাউটস পরিবারের প্রতিটি সদস্যই উদ্ভাসিত।
– এস এম সাকিব খান, ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপ।
অন্যরকম অনুভূতি…
সেদিন বৃষ্টি হচ্ছিল। বিজয় সারনি সিগনাল এ রাস্তা পারাপারের জন্য দাড়িয়ে ছিলাম। পরনে ছিল স্কাউট ইউনিফর্ম। হঠাৎ কেউ একজন আমার মাথার উপর ছাতাটা ধরলো। দেখলাম উনি আমার বাবার বয়সী। এখন ছাতার নিচে আমি আর উনি। সালাম দিয়ে বললাম “আঙ্কেল আমার দরকার নেই আপনি ভিজে যাচ্ছেন। আঙ্কেল বললেন কোনো সমস্যা নেই বাবা, তোমরা যেভাবে কষ্ট করে দিন রাত ট্রাফিক পুলিশদের সহায়তা করছো এইটা তো তোমাদের প্রাপ্য।”
কিছু কিছু মুহুর্ত আসলেই ভুলবার মতো না। সেই রকমই একটা মুহুর্ত হলো গত ১২-০৮-১৮ তারিখ। সেইদিন ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদানের জন্য রোভার স্কাউট হিসাবে আমিও ছিলাম। এই প্রাপ্তি আমার একার না! এই প্রাপ্তি সারা বাংলাদেশের রোভার স্কাউটদের। এই প্রাপ্তি যারা ট্রাফিক সপ্তাহ পালনের লক্ষ্যে ট্রাফিক পুলিশদের পাশাপাশি সহায়তাদানকারী সকল রোভার স্কাউট তাদের।
যেইসব প্রাপ্তিগুলো থাকবে চিরকাল রোভার স্কাউটদের সাথে। যাদের কারনে আমি এই সুন্দর মুহুর্তের সাক্ষী হতে পেরেছি তাদের ধন্যবাদ না দিলে ছোট করা হবে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্রিস্টাল ওপেন স্কাউটস এবং বাংলাদেশ স্কাউটস।
(বিঃদ্রঃ রাস্তা পারাপারের পর আঙ্কেলকে সালাম আর ধন্যবাদ দিতে ভুল করিনি)
#RoadSafety_BdScouts
– ইমরান তুষার, প্রাক্তন সিনিওর রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস
সূত্র: বাংলাদেশ স্কাউটস এর ইনবক্স (ডিজিটাল আপডেট) আগস্ট, ২০১৮
Robert Baden-Powell Quotes
“The open-air is the real objective of Scouting and the key to its success.”
Robert Baden-Powell
“We must change boys from a ‘what can I get’ to a ‘what can I give’ attitude.”
Robert Baden-Powell
“The man who is blind to the beauties of nature has missed half the pleasure of life.”
Robert Baden-Powell
“Camp is what the boy looks forward to in Scouting.”
Robert Baden-Powell
“A boy on joining wants to begin Scouting right away.”
Robert Baden-Powell
“A week of camp life is worth six months of theoretical teaching in the meeting room.”
Robert Baden-Powell
“Boys can see adventure in a dirty old duck puddle, and if the Scoutmaster is a boys’ man he can see it too.”
Robert Baden-Powell
“The real way to gain happiness is to give it to others.”
Robert Baden-Powell
”There is no teaching to compare with example.”
Robert Baden-Powell