দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার এসে থামলেন ক্রিস্টাল ওপেন স্কাউটস্ -এর দুইজন রোভার।
রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য এই পথ অতিক্রম করেন তারা।
পরিভ্রমণকারীরা হলেন – কিশোর কুমার (দলনেতা) ও ওয়াজাহাত উল্ল্যাহ আদদ্বীন (সদস্য)।
কিশোর কুমার বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা ৮ জানুয়ারী, ২০২১ তারিখ তাদের পদযাত্রা শুরু করেন ।পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করে। এই সময় সমাজ সচেতনতামূলক ২ টি স্লোগান তারা বহন করেছে
- মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই।
- স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি।
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় এবং ১২ ই জানুয়ারী, ২০২১ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎকারের মধ্য দিয়ে এ পদযাত্রা শেষ হয়।
– কিশোর কুমার, সিনিয়র রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস